অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়নে সৃষ্ট মানবিক সংকটে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ


মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী কর্তৃক সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দমন নিপীড়নের কারণে সৃষ্ট মানবিক সংকটে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন সানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশের এ উদ্বেগের কথা জানিয়ে অবিলম্বে সেখানকার নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে দেশটির প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের নাগরিকরা নিরাপদে দেশে ফিরতে পারেন।

অতিরিক্ত পররাষ্ট্র সচিব কামরুল হাসান মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে একটি কূটনৈতিক পত্রও হস্তান্তর করেন। পরে মিয়ানমারের রোহিঙ্গা প্রশ্নে পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।

এছাড়া, দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তারা বুধবার সৈকত শহর কক্সবাজারে বৈঠক করেছেন যখন দুই দেশের সীমান্ত সমস্যা ছাড়াও, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এদিকে, পুলিশ কক্সবাজার জেলার দুটি স্থান থেকে সম্প্রতি গোপনে বাংলাদেশে প্রবেশ করা দেড় শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG