অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়াম্মারের প্রেসিডেন্ট হিতিন হিয়াও ইস্তফা দিয়েছেন


মিয়াম্মারের প্রেসিডেন্ট হিতিন হিয়াও বুধবার প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দিয়েছেন- বলেছেন,কাজকর্ম ছেড়ে অবসরে যেতে চান তিনি।

কয়েক দশকের মধ্যে, হিতিন হিয়াওই দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট। তবে, তাঁর মিত্রস্থানীয় অন সান সূ চি স্টেইট কাউন্সিলর পদমর্যাদায় মিয়াম্মারের ডিফ্যাক্টো বা কার্যত: দেশের নেত্রি হওয়ার পর ইনি বহূলাংশে আলংকারিক পদেই বহাল থেকেছেন। সংবিধানিক দিক দিয়ে বাধা থাকায় অন সান সূ চি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হতে পারেননি।

নতুন একজন সার্বক্ষনিক প্রেসিডেন্ট মনোনিত না হওয়া পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট মিয়িন্ত সুয়ে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাবেন।

প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয়েছে- সংবিধানের নির্দেশ মোতাবেক, সাত কার্য দিবসের মধ্যেই নতুন একজনকে প্রেসিডেন্ট পদে নিয়োগ দেওয়া হবে।

XS
SM
MD
LG