অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ান্মারের প্রেসিডেন্ট বিদ্রোহী উপজাতি গোষ্ঠির আলোচকের সংগে বৈঠক করেছেন


মিয়ান্মারের প্রেসিডেন্ট থিন সেইন বিদ্রোহী উপজাতি গোষ্ঠির আলোচকের সংগে বৈঠক করেছেন। নভেম্বর মাসে দেশে সাধারণ নির্বাচনের আগে দেশব্যাপী অস্ত্র বিরতি চুক্তিতে সাক্ষরের অনুরোধ জানান।


৪ নভেম্বর নির্বাচনী প্রচারণা অভিযানে শুরু হবার পর বুধবার প্রশাসনিক রাজধানী নিপিডো-তে প্রেসিডেন্ট থিন সেইন জনগণের সামনে উপস্থিত হলেন।

প্রাক্তন সামরিক জেনারেল ১২টিরও বেশি বিদ্রোহী দলের মধ্যে পাঁচটি দলের প্রতিনিধিদের সংগে বৈঠক করেন। প্রায় গত দু’বছর ধরে তাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। তিনি বলেন, গণতন্ত্রা সংস্কারের পথকে সুগম করার জন্য দেশব্যাপী বাধ্যতা মূলক অস্ত্র বিরোতী চুক্তি করতে হবে।

XS
SM
MD
LG