অ্যাকসেসিবিলিটি লিংক

প্রথমবার জনসমক্ষে প্রকাশ্যে আদালতে দেখা গেলো সুচিকে


ক্ষমতাচ্যুত করে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো সোমবার জনসমক্ষে আদালতে তোলা হয় মিয়ানমারে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুচিকে। এদিন আদালতে হাজির করা হলে তিনি সুস্থ আছেন বলে মনে হয়েছে। নিজের আইনজীবীদের সঙ্গে ৩০ মিনিট কথা বলার সুযোগ পেয়েছেন। তার আইনজীবী দলের প্রধান খিন মুয়াং জওয়া বলেছেন, বন্দিদশায় কোন সংবাদপত্র পড়তে দেয়া হয়নি সুচিকে। তবে বাইরে কি ঘটছে তার অল্প কিছু তিনি অবহিত ছিলেন। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য কামনা করেছেন।

তবে সামরিক জান্তা তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) খুব শিগগিরই নিষিদ্ধ করতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। আইনজীবীদের সুচি বলেছেন, যতদিন মানুষ আমাদের সমর্থন করবে আমাদের দল ততদিন টিকে থাকবে।

XS
SM
MD
LG