অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমার সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী


মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতিসহ সেখানকার দীর্ঘদিনের সমস্যার শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা করতে বাংলাদেশের ইচ্ছার বিষয়টি কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় বিভিন্ন কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের ব্রিফিং কালে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে বলে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।

মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতিতে দুই দেশের সম্পর্কের ওপর প্রভাব নিয়েও কূটনীতিকদের অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

অন্যদিকে, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ৭০ জন রোহিঙ্গা আশ্রয় প্রার্থী এবং নাফ নদীর ওপারে মিয়ানমার থেকে নৌকায় করে আসা রোহিঙ্গাদের গত রাতেও ফেরত পাঠিয়েছে। তবে রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশ শত ভাগ ঠেকান যাচ্ছেনা বলে সংবাদদাতারা জানিয়েছেন।

রোহিঙ্গাদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে কতিপয় দালাল চক্রও জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে বিজিবির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফরিদ হাসান।

XS
SM
MD
LG