অ্যাকসেসিবিলিটি লিংক

নেদারল্যান্ডসের ট্রামে গুলি চালানো বন্দুকধারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে


নেদারল্যান্ডসের সরকারি কৌঁশুলিরা বলছেন, এ সপ্তায় উৎরেক্ট শহরে ট্রামের ভেতরে যে সন্দেহভাজন ব্যক্তিটি গুলি চালিয়েছিল তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের লক্ষ্যে হত্যার একাধিক অভিযোগ আনা হয়েছে।

কৌঁশুলিরা অভিযোগ এনেছেন যে, জন্মসুত্রে তুর্কি গোকমেন ট্যানিস সোমবার একাই গুলি করে তিন জনকে হত্যা করেছে এবং এই ঘটনায় অপর তিন জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ এবং সরকারি কৌশুলিরা এক বিবৃতিতে বলেছেন তারা এখনো তদন্ত করে দেখছেন যে ৩৭ বছর বয়সী এই সন্দেহভাজন ব্যক্তিটি শুধুমাত্র সন্ত্রাসের লক্ষ্যে এই কাজটি করেছে নাকি উগ্রবাদি ধারণার সঙ্গে তার ব্যক্তিগত সমস্যার কারণে এটি করেছে।

আট ঘন্টা ধরে সন্ধান চালানোর পর এই সন্দেহভাজন লোকটিকে গ্রেপ্তার করা হয়। সেই সময় গোটা শহরই স্থবির হয়ে পড়েছিল। পুলিশ পরে চতুর্থ আরেকজন সন্দেহভাজন লোককে গ্রেপ্তার করেছে এবং এটা বের করার চেষ্টা করছে যে এই সন্দেহভাজন লোকটি গুলি চালনার ঘটনায় সহায়কের ভূমিকা পালন করেছে কী না।

ট্যানিস আগামিকাল শুক্রবার এক রুদ্ধদ্বার শুনানিতে আদালতে হাজির হবে। কৌঁশুলিরা আরো বলছেন যে ট্যানিসের মনস্তাত্বিক পরীক্ষা করা হবে।

XS
SM
MD
LG