অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়া উপগ্রহ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে


জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়া ফেব্রুয়ারির চার থেকে ২৫ তারিখের মধ্যে রকেটের মাধ্যমে একটি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

জেনেভা ভিত্তিক ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়া স্যাটেলাইট পাঠানোর অভিপ্রায়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে। যাতে বলা হয়েছে,"Kwangmyongsong earth observation” উপগ্রহটি চার থেকে ২৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো হবে। এটার স্থায়িত্ব হবে চার বছর এবং এটা non-geostationary orbit বা ভূ-সমলয় নয় এমন কক্ষপথে স্থাপন করা হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার উপগ্রহ পাঠানো হবে আন্তর্জাতিক বাধ্যবাধকতার গুরুতর লঙ্ঘন।

XS
SM
MD
LG