অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়াকে অবশ্যই পারমানবিক নিরস্ত্রীকরনের পথে সম্পূর্ন ফিরতে হবে: জাতিসংঘ মহাসচিব


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সবশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর দেশটিকে একটি "বড় সমস্যা" বলে অভিহিত করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে হোয়াইট হাউসে এক যৌথ সংবাদ সম্মেলনে ডনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়া সঙ্গে তার প্রশাসন "খুব জোরালো” ভাষায় কথা বলবে।

উত্তর কোরিয়ার সাম্প্রতিকতম বেলিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিষয়ে সোমবার জরুরী আলোচনায় বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া ঐ অধিবেশনের আবেদন জানিয়েছিল।

জাতিসংঘ মহাসচিব Antonio Guterres, ঐ ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে জাতিসংঘের প্রস্তাবের ‘আবারো সমস্যাগ্রস্থ লঙ্ঘন’ বলে মন্তব্য করেছেন।

Guterres এক বিবৃতিতে বলেন, পিয়ংইয়ং’কে অবশ্যই আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং পারমানবিক নিরস্ত্রীকরনের পথে সম্পূর্ন ফিরে আসতে হবে।

উত্তর কোরিয়া রবিবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার যাওয়ার পর জাপান সাগরে গিয়ে পড়ে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং সোমবার বলেছেন চীন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরোধীতা করে এবং ওই উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাব লঙ্ঘন করেছে।

XS
SM
MD
LG