অ্যাকসেসিবিলিটি লিংক

নাগাল্যান্ড সড়ক অবরোধ আন্দোলন নিয়ে উদ্বিগ্ন ভারত সরকার


শনিবার ৫৪-তম দিনে পড়ল ইউনাইটেড নাগা কাউন্সিলের মণিপুর-নাগাল্যান্ড সড়ক অবরোধ আন্দোলন। ভারত সরকার উদ্বিগ্ন। শুক্রবারই মণিপুর রাজের মুখ্যমন্ত্রী ওকরাম ইওবি সিং-এর সঙ্গে বৈঠক করতে ইম্ফলে আসেন কেন্দ্রীয় সহকারী স্বরাষ্ট্র মন্ত্রী কিরণ রিজুজু। তিনি প্রতিশ্রুতি দেন, কেন্দ্র রাজ্যে শান্তি ফেরাতে আরও নিরাপত্তা বাহিনী পাঠাবে। এ দিকে, অবরোধ ও পাল্টা অবরোধের আন্দোলনে রাজ্য জুড়ে আবশ্যিক সামগ্রীর অভাব। মণিপুরে পড়াশোনার জন্য এসেছেন যে সব নাগা ছাত্রছাত্রী, তাঁরাও দুই অবরোধের জাঁতাকলে আটকে রয়েছেন। মূলত খৃস্ট ধর্মাবলম্বী নাগাদের কাছে বড়দিন বড় উতসব। কিন্তু এই পরিস্থিতিতে সে সব মাথায় উঠেছে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00

XS
SM
MD
LG