অ্যাকসেসিবিলিটি লিংক

আরমেনিয়া ও আজারবাইজানের প্রতি তীব্র লড়াই বন্ধের আবেদন 


আরমেনিয়া ও আজারবাইজান তাদের বিরোধিত অঞ্চল, নাগরনো কারাবাখ ঘিরে তাদের মধ্যেকার তীব্রতম আঞ্চলিক লড়াই বজায় রাখে সোমবার, দ্বিতীয় দিনের মতোI এই লড়াই ইতিমধ্যেই ২৩ জনের জীবন কেঁড়ে নিয়েছেI

এই অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের একটি অংশ বলে স্বীকৃত, তবে এখানে জাতিগোষ্ঠী আর্মেনিয়ার জনগণই বেশি বসবাস করেনI আজারবাইজানের প্রেসিডেন্ট, ইলহাম আলিয়েভ রবিবার জানান, তিনি এই অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাবেন বলে আশাবাদীI

আরমেনিয়া ও আজারবাইজান উভয়েই বিরোধিত এলাকায় সামরিক শাসন জারি করেছেI জাতিসংঘ মহাসচিব, আন্তোনিও গুটেরেজ এই ভারী সশস্ত্র সংঘাতের নিন্দা জানিয়েছেন এবং সাধারণ জনগণের প্রাণনাশে দুঃখ প্রকাশ করেনI মহাসচিবের দপ্তর থেকে অতি শীঘ্র লড়াই বন্ধের ও এবংবিলম্ব না করে অর্থবহ আলোচনায় ফিরে আসার আবেদন জানানো হয়I

XS
SM
MD
LG