অ্যাকসেসিবিলিটি লিংক

সোমবার পালিত হলো ৭৬তম নাগাসাকি দিবস


নাগাসাকি পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকীতে শান্তির স্ট্যাচুর সামনে শ্রদ্ধাবনত জনগণ
ফাইল ছবি, ৯ই অগাস্ট ২০২০ সাল
নাগাসাকি পরমাণু বোমা হামলার ৭৫তম বার্ষিকীতে শান্তির স্ট্যাচুর সামনে শ্রদ্ধাবনত জনগণ ফাইল ছবি, ৯ই অগাস্ট ২০২০ সাল

জাপানের নাগাসাকি সোমবার ঐ শহরে যুক্তরাষ্ট্রের পরমাণু বোমা ফেলার ৭৬তম বার্ষিকী পালন করেছেI শহরের মেয়র এই উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি পরমাণু অস্ত্র হ্রাসের ব্যাপারে আরো পদক্ষেপ নেয়ার আবেদন জানানI

নাগাসাকির শান্তি উদ্যানে দেয়া ভাষণে মেয়র তোমিহিসা টাউয়ে জাপান সরকারকে যুক্তরাষ্ট্রের পরমাণু বলয়ের অধীনে না থেকে, উত্তর-পূর্ব এশিয়াতে একটি পরমাণু মুক্ত এলাকা গড়ার ক্ষেত্রে নেতৃত্ব দেবার আবেদন জানানI মেয়রের ভাষণে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির প্রতি ইঙ্গিত রয়েছে, যেখানে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র তার মিত্রদের রক্ষার্থে প্রয়োজনে তাদের নিজ পরমাণু অস্ত্র ব্যবহার করবেI

মেয়র তোমিহিসা টাউয়ে আরো বলেন, দুটি বৃহৎ পরমাণু শক্তিধর দেশ, রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে আরো ভূমিকা রাখতে হবেI তিনি উদ্বেগ প্রকাশ করেন পরমাণু অস্ত্রধর দেশগুলি নিরস্ত্রীকরণ থেকে পশ্চাদমুখী হয়েছে, বরঞ্চ তারা এসব অস্ত্রের আধুনিকীকরণ এবং তা ক্ষুদ্র পরিসরে বানানোর উদ্যোগ নিয়েছেI

নাগাসাকি স্মরণ সভায় যোগদানকারী ও অন্যান্য অংশগ্রহণকারীরা, B -29 বোমারু বিমানের বোমার ফেলার ঠিক সেই মুহূর্তে, সকাল ১১ টা ২ মিনিটে, সেই দিন নিহত হওয়া ৭০,০০০ লোকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেনI

XS
SM
MD
LG