অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের সংখ্যা গরিষ্ঠ দলের নেত্রী ন্যান্সি পেলোসি'র চীন সফর


মানবাধিকার লংঘনের কঠোর সমালোচক,যুক্তরাষ্ট্র প্রতিনিধি পরিষদের সংখ্যা গরিষ্ঠ দলের নেত্রী, বিরল এক চীন সফরে যুক্তরাষ্ট্র কংগ্রেস'র প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন I এই সফর সম্পর্কে আগে কোনো ঘোষণা দেয়া হয়নি I অনুমান করা হচ্ছে যে স্বাভাবিক সফর বিনিময়ের অংশ হিসাবেই দুটি দেশ এই সফরকে চিন্হিত করবে I

চীন সরকার বিদেশীদের তিব্বত সফরের বেলায় কড়া বিধি নিষেধ আরোপ করে রেখেছে I এ ছাড়াও তিব্বতী বৌদ্ধদের সাংস্কৃতিক ও ধর্মীয় আচার নীতির ওপর বহুদিন ধরেই চীন সরকারের নির্যাতন অব্যাহত রয়েছে I

XS
SM
MD
LG