বিশ্বের অন্যতম বৃহৎ পর্বতশৃঙ্গে আরোহনের সময় ব্রিটেন ও ইতালির যে দুই পর্বত আরোহী নিখোঁজ হয়ে গিয়েছিলেন, পাকিস্তানের উদ্ধারকারীরা তাদের দেহ শনাক্ত করতে সক্ষম হয়েছেন I TOM BALLARD এবং DANIELE NARDI নামের দুজন পর্বত আরোহী দু সপ্তাহ আগে ৪,১২৫ মিটার উঁচু NANGA PARBAT আরোহনের প্রয়াস চালান; তবে খারাপ আবহাওয়ায় তাঁরা নিখোঁজ হয়ে যান I পাকিস্তানের এই NANGA PARBAT, KILLER MOUNTAIN নামে বেশি পরিচিত, যার আরোহন পথ এখনো অব্দি পুরোপুরি আবিষ্কৃত হয়নি I
শুনিবার পাকিস্তানে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বলেন, টেলিস্কোপ ও আকাশপথে ছবি ধারণের মাধ্যমে তাদের দেহ শনাক্ত করার পর, উদ্ধারকারীরা তাদের তল্লাশি অভিযানের সমাপ্তি টানে I