অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে টানা ১৩০ দিনের বিক্ষোভের অবসান হতে চলেছে


নেপালে টানা ১৩০ দিন ধরে প্রবল বিক্ষোভের অবসান হতে চলেছে। ভারতের মধ্যস্থতায় নেপালের সংবিধান নিয়ে সরকার ও দেশটির সমতল এলাকায় ভারত সংলগ্ন তরাই অঞ্চলের মদেশি অধিবাসীদের বিরোধ মিটল।

আশা করা যায়, ভারত থেকে নেপালে নিত্য প্রয়োজনীয় পণ্যের নেপালে ঢোকবার পথে যে অবরোধ চালাচ্ছিল মদেশিরা, তা তারা তুলে নেবে। জ্বালানী তেল থেকে খাদ্য সামগ্রীর আমদানি বন্ধ থাকায় নেপালের মানুষের নাভিশ্বাস উঠছিল।

মদেশিদের অভিযোগ ছিল, দেশের নতুন সংবিধানে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পর্যবসিত হয়েছেন। এখন সরকার বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা অনুসারে আনুপাতিক হারে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাঁদের প্রতিনিধিত্ব দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া, দেশের সাতটি প্রদেশের সীমানাও নতুন করে নির্ধারণ করা হবে।

আন্দোলনে প্রধানত পুলিশের গুলি চালনায় মৃত্যু হয়েছে অন্তত ৫০ জন আন্দোলনকারীর। এই পরিস্থিতিতে এক দিকে অবরোধের জন্য ভারতকে দায়ি করে ক্ষোভ বাড়ছিল নেপালের মানুষের। অন্য দিকে, চীন এই অবস্থার সুযোগ নিয়ে নেপালের সঙ্গে হৃদ্যতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছিল। বাড়ছিল ভারতের দুশ্চিন্তা। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG