অ্যাকসেসিবিলিটি লিংক

জি৭ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের আমন্ত্রণে সাড়া দিয়ে জি৭ শীর্ষ সম্মেলনে (G7 Summit) যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সশরীরে নয়, ১২ এবং ১৩ জুন ভার্চুয়ালি এই বৈঠকে থাকবেন তিনি। কথা বলবেন জি৭ অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে। ইতিমধ্যেই কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে একথা জানানো হয়েছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। সেখানে তিনি জানান, আগামী ১২ এবং ১৩ জুন জি৭ শীর্ষ সম্মেলনের বর্দ্ধিত বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা পরবর্তী যুগে কীভাবে ঘুরে দাঁড়াবে বিশ্ব, পৃথিবীর জলবায়ুর পরিবর্তন বা আবহাওয়ার সংকট কীভাবে দূর করা সম্ভাব, এসব বিষয়ে জি৭ অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রনেতাদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী মোদি। যদিও এর আগে প্রধানমন্ত্রীর এই বৈঠকে যোগদান করা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। একমাস আগে বিদেশমন্ত্রক জানিয়েছিল, ভারতের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় সশীরে ব্রিটেনের সম্মেলনে উপস্থিত থাকবেন না প্রধানমন্ত্রী।

XS
SM
MD
LG