অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যাসার একটি মালবাহী রকেট উৎক্ষেপণের কয়েক মুহুর্ত পরেই বিধ্বস্ত


একটি মানুষবিহীন বানিজ্যিক রকেট যার কথা ছিল আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে একটি মালবাহী জাহাজ পাঠানোর সেটি ভার্জিনিয়ার ন্যাসা উৎক্ষেপণ কেন্দ্র থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়েছে।

ব্যক্তিমালিকানাধীন এই রকেটটি মাটি থেকে ওঠার প্রায় সঙ্গে সঙ্গেই মঙ্গলবার সূর্যাস্তের পর পরই , অ্যাটলান্টিক উপকুলের অদূরে Wallops দ্বীপে বিধ্বস্ত হয়।

অ্যান্টারেস নামের ঐ রকেটের মধ্যে কোন যাত্রী ছিল না এবং ভূমিতেও কেউ আহত হয়নি তবে ন্যাসা বলছে যে বেশ কিছু যানবাহন ও মালপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই রকেটটি নির্মাণ করে Orbital Sciences Corporation . এটি একটি মালবাহী জাহাজ বহন করছিল যার মধ্যে ছিল দুই টনের ও বেশি খাদ্যদ্রব্য এবং ঐ মহাকাশে স্থাপিত কেন্দ্রের জন্যে অন্যান্য জিনিষ পত্র।

কক্ষপথে মালবাহী জাহাজ নিয়ে যাওয়ার জন্য ন্যাসা যে দুটি ব্যক্তিমালিকানাধীন কোম্পানীকে ভাড়া করেছিল Orbital Sciences হচ্ছে , তাদের একটি।

XS
SM
MD
LG