অ্যাকসেসিবিলিটি লিংক

নেটোর সদস্য দেশগুলোর অর্থ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বললেন মহাসচিব


নেটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ মঙ্গলবার বলেছেন, মৈত্রী জোটের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে প্রতিরক্ষা খাতে কি পরিমান অর্থ সদস্য দেশগুলোর আরো বাড়ানো প্রয়োজন তার ওপর দৃষ্টি নিবদ্ধ করা হবে।

ব্রাসেলম বৈঠকের আগে তিনি সাংবাদিকদের জানান, গেলো বছর মৈত্রী জোটের অর্ন্তগত সদস্য দেশগুলো প্রতিরক্ষা ব্যয় হাজার কোটি ডলার বৃদ্ধি করেছে। তবে নেটোর ২৮ সদস্য রাষ্ট্রের ভেতর পাঁচটি দেশই কেবল প্রতিরক্ষা খাতে মোট জিডিপি'র দুই শতাংশ বরাদ্দের লক্ষ্যমাত্রা পূরন করছে।

যুক্তরাষ্ট্রের নব নিযুক্ত প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটীস মঙ্গলবার ব্রাসেলস যাচ্ছেন নেটো বৈঠকে যোগ দেবার জন্যে।

XS
SM
MD
LG