অ্যাকসেসিবিলিটি লিংক

নাভালনির পক্ষে ৬০ টিরও বেশি শহরে প্রতিবাদ-বিক্ষোভ


রাশিয়ার পুলিশ কারারুদ্ধ বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনির সমর্থকদের গ্রেপ্তার করছে। সমর্থকরা রাশিয়ার ৬০ টিরও বেশি শহরে রাস্তায় নেমে আসে এবং ক্রেমলিন সরকারের এই সমালোচকের অবিলম্বে মুক্তি চায়। তারা এই প্রতিবাদ বিক্ষোভ ছত্রভঙ্গ করার পুলিশী পদক্ষেপ অমান্য করছে এবং পুলিশের বাধা দেওয়াকে অবৈধ বলে ঘোষণা করেছে। নাভালনির সমর্থকরা বলছেন এই প্রতিবাদের সূচনা রাশিয়ার দূর প্রাচ্য এবং সাইবেরিয়ায় যার মধ্যে রয়েছে ভ্লাদিভস্তক, খাবারোভস্ক এবং চীতা যেখানে হাজার হাজার লোক অংশ নেন। খাবারোভস্ক হচ্ছে চীনের সীমান্তবর্তী এবং মস্কো থেকে ৮,০০০ কিলোমিটার দূরের একটি শহর যেখানে নাভালনিপন্থি প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। নাভালনির সহযোগীদের মস্কো এবং অন্যত্রও এ রকম সমাবেশের আগেই গ্রেপ্তার করা হয়। পুলিশ বিরোধী সমর্থকদের প্রতিবাদ জানানো এবং মুক্ত সাংবাদিকদের সে সব খবর প্রকাশ করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে।

রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোও শিক্ষার্থীদের নাভালনির সমর্থনে আয়োজিত সমাবেশে যোগ দিতে নিষেধ করেছে, কোন কোন ক্ষেত্রে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করাসহ তা দের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুমকিও দেয়া হয়েছে। জার্মানি থেকে স্বদেশে ফিরে যাবার সঙ্গে সঙ্গে নাভালনিকে আটক করা হয় এবং তখন থেকেই নাভালনির সমর্থকরা দেশব্যাপী প্রতিবাদ শুরু করেন। নাভালনি সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করেন যে, তিনি রুশ গুপ্তচর বিভাগকে আদেশ দিয়েছিলেন নাভালনির উপর বিষ প্রয়োগের। তবে এই অভিযোগ ক্রেমলিন সরকার বার বার নাকচ করেছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমি দেশগুলো নাভালনির এই গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছে এবং তাঁকে নিঃশর্তে মুক্তির দাবি জানিয়েছে।

XS
SM
MD
LG