অ্যাকসেসিবিলিটি লিংক

নাৎসী ক্যাম্পের প্রহরী থাকার অভিযোগে ৮৯ বছর বয়সী এক ব্যাক্তিকে আটক


দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসী ক্যাম্পের প্রহরী থাকার অভিযোগে যুক্তরাষ্ট্রে ৮৯ বছর বয়সী এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। জোহান ব্রেয়ার নামের চেকোস্লোভাকিয়ায় জন্মগ্রহণকারী ঐ ব্যক্তিকে মঙ্গলবার ফিলাডেলফিয়ায় গ্রেফতারের পর আদালতে নেয়ার পর জেলে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে ১৯৪৪ সালে অসউইটজ নাৎসী ক্যাম্পে ১৫৮ জন ইউরোপীয়ন ইহুদী হত্যার বিচারের অভিযোগ উঠতে পারে। সে সময় জোহান ঐ ক্যাম্পের প্রহরি ছিল। জার্মানী তাকে দেশে ফেরত নিয়ে বিচার করতে চায় এমন কথা শোনা যাচ্ছে।
XS
SM
MD
LG