অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে জ্বালানী এবং দ্রব্য সামগ্রীর সংকট চরমে



নেপালে নতুন সংবিধান নিয়ে একটি উপজাতি গোষ্ঠী যে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে তার ফলে সেখানে জ্বালানী এবং অন্য দ্রব্য সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে। সংকটের কারণে ভারতের সংগে স্থলবেষ্টিত দেশটিতে ভারত বিরোধী ক্ষোভ বাড়ছে । নতুন দিল্লী যে অর্থনৈতিক লেনদেন বন্ধ রেখেছে সে কারণে সেখানে সংকট দেখা দিয়েছে বলে দায়ী করা হচ্ছে।

নেপালে সব চেয়ে বড় দাশেইন বার্ষিক উৎসবকে ঘিরে যে কেনাকাটা জমে উঠত তারা বদলে বেশির ভাগ পরিবার এখন খাবারের দুর্মূল্য এবং পরিমিত জ্বালানীর সংগে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভারত ও নেপালের মধ্যে বীর গঞ্জ সীমান্তের প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে তেলের ট্যাংকার এবং ট্রাক লাইন ধরে দাঁড়িয়ে আছে । গত মাসে নেপালের সংবিধানে যে সংস্কার করা হয় তাতে মাধেসী গোষ্ঠী সরকার এবং পার্লাম্যাণ্টে তাদের আরও বেশি প্রতিনিধিত্ব দাবী করছে।

নেপাল ভারত সীমান্তে বেশির ভাগ মাধেসীরা বাস করেন এবং তারাই সীমান্ত থেকে ৮০ শতাংশ বাণিজ্য এবং পণ্য নেপালের ভেতরে সরবরাহ করে থাকে।

XS
SM
MD
LG