অ্যাকসেসিবিলিটি লিংক

নেপালে ভূকম্পন পরবর্তী ঝটকা-আফটারশকস আজ বুধবার হয়েছে আরো


নেপালে ভূকম্পন পরবর্তী ঝটকা-আফটারশকস আজ বুধবার হয়েছে আরো- ত্রাণ কর্মিরা ইতিমধ্যে আগের সেই সাত দশমিক তিন মাত্রার যে ভূমিকম্পে আট হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিলো তার পর থেকেই ত্রাণ সামগ্রী বিতরনের প্রয়াস বহাল রাখার চেষ্টা করে চলেছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে বলা হচ্ছে-গতকাল মঙ্গলবারের ভুকম্পনে কম হলেও ৬৫ জনের মৃত্যু হয়েছে যে, সেটা নিশ্চিতভাবেই জানা গিয়েছে-এবং প্রায় হাজার দুই মানুষ এতে আহত হয়েছেন বলেও বলা হচ্ছে।প্রত্যন্ত-দূর্গম অঞ্চলগুলোয় পৌঁছোনোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে নিরন্তর এবং হতাহতের সংখ্যাও বাড়তে পারে -সে আশংকাও রয়েছে।

বহু লোক রাতভর কাটিয়েছেন উন্মুক্ত প্রাঙ্গনে- সেই ২৫ এপ্রিলের ভূকম্পনের পরবর্তী পরিস্থিতির মতোই- সবাই ভয়ে ভয়ে থেকেছেন আবার আফটার শকসের ঝটকায় ঘরবাড়ি না ভেঙ্গে পড়ে সে আশংকায়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ বিভাগের হিসেবে মঙ্গলবার থেকে নিয়ে এ অবধি গোটা বিশ আফটার শকস ঝটকা হয়েছে বলে বলা হচ্ছে।

ভূকম্পন আশপাশের দেশগুলোতেও অনুভূত হয়েছে –ভারতে মৃত্যু হয়েছে চার জনের –তিব্বতে মারা গিয়েছেন একজন।

XS
SM
MD
LG