নেপালের সাবেক মাওবাদী বিদ্রোহীদের উপনেতাকে আজ সোমবার সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হয়। দেশের ছোট ছোট রাজনৈতিক দলের সমর্থন পাওয়ায় নেপালের ৬০১ আসন বিশিষ্ট সংসদে বাবুরাম ভট্টরায় ৩৪০টি ভোট পান। তিনি ঐ জোট থেকে তার উপ প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন কিন্তু মন্ত্রীসভার অন্যান্য সদস্য বাছাইয়ের ব্যাপারে তিনি এখনও আলাপ আলোচনা করছেন। ৫৭ বছর বয়সী মি ভ্ট্ররায় সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্থলাভিষিক্ত হলেন, যিনি সে দেশের শান্তি প্রক্রিয়ায় কোন রকম অগ্রগতি সাধন করতে ব্যর্থ হয়ে গত ১৪ ই অগাস্ট পদত্যাগ করেন।