নেপালে হিমালয় পর্বতের পাদদেশে পর্বত আরোহীদের বেইস ক্যাম্প নানা রঙ্গের শত শত তাঁবুতে ভরে গিয়েছে। বরফ আবৃত পথে পৃথিবীর সর্ব উচ্চ পর্বত শিখরে আরোহণের প্রস্তুতি চলছে এখন বেইস ক্যাম্পে।
শেরপা গাইড, স্বাস্থ্য কর্মী, মালামাল বহনকারীর দল এবংরান্নাবান্না কাজের ব্যস্ততায় এখন সরগরম ঐ স্থানটি। পর্বত আরোহণেরমরসুমের শুরুতে গত দশদিনে ২শ’র ও বেশি পর্বত আরোহী দুর্গম পথে তাদের যাত্রা শুরু করেছেনএবং আরও অনেকে ভাল আবহাওয়ার জন্য অপেক্ষা করছেন।
নেপালে পর্বত শিখরে আরোহণ কেবলমাত্র আরোহীদের জন্য চ্যালেঞ্জ নয়, এই আরোহণকে ঘিরে রয়েছে পার্বত্য অঞ্চলের মানুষের জীবন এবং রুজি রোজগার থেকে শুরু করে সব কিছুই।