রাশিয়ার সোচী অনুষ্টিত শীতকালীন ওলিম্পিক গেইমসে সোমবার পুরুষদের ৫’শ মিটার ষ্পিড ষ্কেটিং-এ শিরোপা জিতে নিল নেদারল্যান্ডস।
পুরুষদের ৫’শ মিটার ষ্পিড ষ্কেটিংএ মিশেল মোল্ডার স্বর্ণপদ জিতে নিলেন । এর আগে ডাচ দলের স্বর্ণ পদক বিজোয়ীরা হলেন ইয়ান স্মিকেন্স এবং রোনান্ড মোল্ডার যিনি মিশেল মোল্ডারের ্যমজ ভাই ।
দিন শেষে ন্যাদারল্যান্ডস,ক্যানাডা এবং নরওয়ে পেল ৭টি মেডেল তবে ন্যাদাল্যান্ডস এবং ক্যানাডা পেল তিনটি করে স্বর্ণ পদক।
কানাডার চার্লস হেমলিন জয়ী হয়েছেন ১৫’শ মিটার শর্ট ট্র্যাক স্পিড স্কেটিংএ। এই নিয়ে তিনি তৃতীয় বারের মত তিনি স্বর্ণ পদক জিতে নিলেন।