অ্যাকসেসিবিলিটি লিংক

নেদারল্যান্ডসের নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক রাটারের দল সংসদে সবচাইতে বেশী আসন পেয়েছে


Dutch PM Mark Rutte w/ Geert Wilders
Dutch PM Mark Rutte w/ Geert Wilders

নেদারল্যান্ডসের নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী মার্ক রাটারের দল সংসদে সবচাইতে বেশী আসন পেয়েছে এবং অতি ডান পন্থী জাতীয়তাবাদী হিয়ার্ট উইলডার্স এর দলকে যা অনুমান করা হয়েছিলো তার চাইতে আরও বেশী ব্যবধানে পরাজিত করেছে।

রাটারের মধ্য ডান পন্থী People's Party for Freedom and Democracy ১৫০টি আসনের মধ্যে ৩২টি আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। তিনটি দল ১৯টি করে আসন পাবে বলে অনুমান করা হচ্ছে। ওই তিনটি দলের মধ্যে অন্তর্ভুক্ত উইল্ডার্সের অভিবাসন বিরোধী Freedom Party।

প্রধানমন্ত্রী ফলাফলকে "গণতন্ত্রের উদযাপন" বলে আখ্যায়িত করেছেন এবং বলেছেন নেদারল্যান্ডস ভুল ধরনের পপুলিস্ট বা লোকরঞ্জনবাদীদের প্রত্যাখান করেছে।

XS
SM
MD
LG