অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্য প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের প্রতিযোগিতায় অগ্রীম ভোট শুরু হয়েছে


FILE - In this Feb. 20, 2016 file photo people line up to participate in the Democratic caucus at the University of Nevada in Reno, Nev. Nevada Democrats are proposing major changes to their presidential caucuses that could dramatically alter the…
FILE - In this Feb. 20, 2016 file photo people line up to participate in the Democratic caucus at the University of Nevada in Reno, Nev. Nevada Democrats are proposing major changes to their presidential caucuses that could dramatically alter the…

যুক্তরাষ্ট্রে, পশ্চিমাঞ্চলের রাজ্য নেভাডায় ভোটাররা, ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নের প্রতিযোগিতায় অগ্রীম ভোট দিচ্ছেন। প্রেসিডেন্ট পদ প্রার্থী মনোনয়নের লক্ষ্যে যে ককাসও প্রাথমিক নির্বচন অনুষ্ঠিত হচ্ছে, নেভাডা তারমধ্যে তৃতীয় রাজ্য। ডেমোক্র্যাটিক পার্টি যাকে মনোনিত করবেন, তিনি নভেম্বর মাসে জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নেভাডায় এই প্রথমবারের মতো অগ্রীম ভোটদানের অনুমতি দেওয়া হয়েছে। রবিবার ভোটগ্রহণের প্রথম দিনেই এর জনপ্রিয়তা সুস্পষ্ট হয়ে উঠে। লোকজন ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন দিয়ে দাড়িয়ে থাকে। অনেকে বহু ডেমোক্র্যাটিক প্রার্থীর মধ্যে থেকে তাদের পছন্দের প্রাথী বেছে নেওয়ার জন্য প্রায় ৯০ মিনিট অবধি অপেক্ষা করেন।

মঙ্গলবার পর্যন্ত অগ্রীম ভোটগ্রহণ চলবে। শনিবার রাজ্য জুড়ে কক্কাসে বেশিরভাগ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

XS
SM
MD
LG