অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের মধ্যে-পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে সংক্রমণ বৃদ্ধি


জন হপকিন্সের সমীক্ষা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সংক্রমণের সংখ্যা এখন প্রায় ৬০ লক্ষের কাছাকাছিI মধ্যে-পশ্চিমাঞ্চলীয় ৪টি রাজ্যে, আইওয়াতে ৭৮৫ ,উত্তর ডাকোটায় ৩৭৫,দক্ষিণ ডাকোটায় ৪২৫ এবং মিনেসোটায় প্রায় ১০০০টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছেI তবে, এসব এলাকায় নতুন সংক্রমণ দেখা দিলেও, সার্বিকভাবে দেশজুড়ে মৃত্যু, হাসপাতালে রোগী-ভর্তি এবং নুতন রোগীর সংখ্যা কমতে দেখা যায়I
যুক্তরাষ্ট্রে সংক্রমণে প্রায় ১,৮৩,০০০ লোকের মৃত্যু হয়েছে, যা এযাবৎ বিশ্বে সর্বাধিকI

মঙ্গলবার ফ্রান্সের শিক্ষামন্ত্রী জানান সেখানে শিশুরা ক্লাসে ফিরে গেলেও সংক্রমণ বৃদ্ধির কারণে তাদের উদ্বেগ রয়েছে I

ভারত, রবিবার, ২৪ ঘন্টায় ৭৮,৭৬১টি নতুন সংক্রমণের কথা জানায়, তবে দেশটি তাদের অর্থনৈতিক কর্মকান্ড খোলা অব্যাহত রেখেছেI ভারতে প্রতিদিনই প্রায় ১০০০ মানুষ করোনায় মারা যাচ্ছে যা রীতিমত উদ্বেগজনকI ভারতে করোনা সংক্রমণে এ পর্যন্ত ৬৩,০০০ মানুষের মৃত্যু হয়েছেI

XS
SM
MD
LG