অ্যাকসেসিবিলিটি লিংক

দক্ষিণ ভারত মহাসাগরে যাত্রীবাহি নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে


নিখোঁজ বিমানের এক চীনা যাত্রীর আত্মীয়া
নিখোঁজ বিমানের এক চীনা যাত্রীর আত্মীয়া
মালায়শিয়া বলছে, স্যাটেলাইট তথ্যের নতুন বিশ্লেষণে মনে হচ্ছে, দক্ষিণ ভারত মহাসাগরে, যাত্রীবাহি নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে।

মালায়শিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক সোমবার বলেছেন, বৃটিশ কম্পানীর জোগাড় করা স্যাটেলাইট তথ্য থেকে পাওয়া, ফ্লাইটের যাত্রাপথের পুংখানুপুঙ্খ পরীক্ষায় দেখা যাচ্ছে, পার্থের পশ্চিমে একটি দুর্গম জায়গায় মালায়শিয়ান ফ্লাইট 370 সমুদ্রে আছড়ে পড়ে।

তিনি বলেছেন, আমি গভীর দুঃখ এবং অনুতাপের সঙ্গে জানাচ্ছি, দক্ষিণ ভারত মহাসাগরেই ফ্লাইট MH370 এর শেষ পরিণতি হয়েছে।

তিনি আরো বলেছেন, ২৩৯ জন যাত্রীর আত্মীয় পরিজনকে ঐ তথ্য জানানো হয়েছে। কুয়ালালামপুর থেকে বেইজিং যাবার পথে ২৩৯জন যাত্রী নিয়ে মালায়শিয়ান এয়ারলাইনের বোয়িং 777 বিমানটি নিখোঁজ
XS
SM
MD
LG