অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রান্স ও জার্মানিতে ভয়াবহ নুতন সংক্রমণ, দুটি দেশে লক ডাউন জারি 


নুতন সংক্রমণের ঢেউ, ফ্রান্স ও জার্মানির নেতাদের নুতন লক ডাউন জারি করতে বাধ্য করেছেI টেলিভিশনে ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট, এমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেন যে, নুতন ভয়াবহ সংক্রমণের আশংকায় শুক্রবার থেকে এক মাসের লক ডাউন জারি করা হচ্ছেI বার, রেস্তোরা ও অনিত্যপ্রয়োজনীয় ব্যবসা কার্যক্রম বন্ধ করা হচ্ছেI শুধুমাত্র চাকুরীতে যাওয়া, বাজার বা চিকিৎসকের কাছে যাওয়ার অনুমতি দেয়া হবেI

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেলও ১৬টি রাজ্যের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে, নুতন লক ডাউন জারি করার কথা ঘোষণা করেনI আসন্ন ঠান্ডা আবহাওয়ায় সংক্রমণ বৃদ্ধির আশংকায় ইউরোপের অন্যান্য বহু দেশ নুতন নুতন নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হচ্ছেI

XS
SM
MD
LG