অ্যাকসেসিবিলিটি লিংক

টিগ্রায়ে অঞ্চলে বিদ্রোহীদের নতুন অভিযান


Captive Ethiopian soldiers walk towards the Mekele Rehabilitation Center in Mekele, the capital of Tigray region, Ethiopia, on July 2, 2021. - According to the Tigray Defence Forces (TDF), more than 7,000 captive Ethiopian soldiers have walked from…
Captive Ethiopian soldiers walk towards the Mekele Rehabilitation Center in Mekele, the capital of Tigray region, Ethiopia, on July 2, 2021. - According to the Tigray Defence Forces (TDF), more than 7,000 captive Ethiopian soldiers have walked from…

টিগ্রায়ে অঞ্চলে বিদ্রোহীদের একজন মুখপাত্র জানান, সরকারের যুদ্ধবিরতি ঘোষণার দু সপ্তাহ পরে, বিদ্রোহীরা টিগ্রায়ে অঞ্চলে নুতন করে অভিযান শুরু করেছেI মুখপাত্র গেটাচেও রেডা টেলিফোনে সংবাদ মাধ্যমকে জানান, গত সপ্তাহে আমরা দক্ষিণাঞ্চলীয় টিগ্রায়ে'র রায়া অঞ্চলে অভিযান শুরু করেছি এবং কেন্দ্রীয় প্রতিরক্ষা ও আমহারা বাহিনীর কয়েকটি ডিভিশন নিশ্চিহ্ন করতে সমর্থ হয়েছিI

মুখপাত্র আরো জানান, বিদ্রোহী যোদ্ধারা মঙ্গলবার সরকারি বাহিনীর পিছু ধাওয়া অব্যাহত রাখেI মুখপাত্র, আলামাতা শহরের নাম বিষয়ে করে উল্লেখ করে বলেন, দক্ষিণাঞ্চলীয় টিগ্রায়ে'র বেশির ভাগ এলাকা আমরা নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়েছিI কেন্দ্রীয় সরকারি বাহিনীর কোনো মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি এবং বিদ্রোহীদের মুখপাত্রের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, কারণ এই এলাকাটির যোগাযোগ ব্যবস্থা এখনো বিচ্ছিন্ন রয়েছেI

৪ঠা নভেম্বর, প্রধানমন্ত্রী আবি আহমেদ, TIGREY LIBERATION ARMY কে নিরস্ত্র করতে এবং স্থানীয় কর্তৃপক্ষকে গ্রেফতার করতে ওই অঞ্চলে সামরিক অভিযান শুরু করেনI নভেম্বরের শেষভাগে আঞ্চলিক রাজধানী মেকেল পতনের পর, সরকার বিজয় দাবি করলেও ৮ মাস পরেও সেখানে লড়াই অব্যাহত রয়েছেI
(এএফপি)

XS
SM
MD
LG