অ্যাকসেসিবিলিটি লিংক

নতুন সফর নিষেধাজ্ঞায় ট্রাম্প স্বাক্ষর করলেন


U.S. President Donald Trump signs a revised executive order for a U.S. travel ban on Monday, leaving Iraq off the list of targeted countries, at the Pentagon in Washington.
U.S. President Donald Trump signs a revised executive order for a U.S. travel ban on Monday, leaving Iraq off the list of targeted countries, at the Pentagon in Washington.

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ একটি নতুন কার্য নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই কার্য নির্বাহী আদেশের অধীনে ৬টি মুসলিম প্রধান দেশ থেকে আগত মানুষ ৩ মাসের জন্য, এবং সকল শরনার্থী ৪ মাসের জন্য এ দেশে প্রবেশ করতে পারবে না।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান এক সাংবাদিক সম্মেলনে নতুন নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।

জানুয়ারি মাসের শেষের দিকে ট্রাম্প যে কার্য নির্বাহী আদেশে সাক্ষর করেন এটি তারই একটি নতুন সংস্করণ। ট্রাম্প যুক্তি দেন জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য এবং এদেশে লোকজনের আসার অনুমতি দানের প্রক্রিয়া মূল্যায়নের জন্য ওই পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়। ৭টি দেশ ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া এবং সুদান থেকে লোকজনের আসা বন্ধ করার কথা বলা হয়েছিলো।

কর্মকর্তারা বলেন নতুন কার্য নির্বাহী আদেশে ইরাককে ওই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG