অ্যাকসেসিবিলিটি লিংক

নিজারে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুইজন গুরুত্বপূর্ন সেনেটর


নিজারে কর্তৃপক্ষ বলেছে অন্তত ১২জন আধা সামরিক পুলিশ বন্দুকধারীদের হামলায় নিহত হন। একই ধরনের হামলায় ৪ঠা অক্টোবর যুক্তরাষ্ট্রের গ্রীন বেরের ৪ জন সৈনিক এবং নিজারের চার জন সেনা নিহত হন।

কর্মকর্তারা বলেন শনিবার একই এলাকায় ওই আক্রমণ হয়। রাজধানী নিয়ামের ২০০ কিলোমিটার উত্তর পশ্চিমে আইয়োরু শহরে হামলা হয়।

খবরে জানা যায় হামলাকারীরা ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল। তাদের কাছে রকেট লঞ্চার ও মেশিনগান ছিল। সেনা ঘাঁটিতে অতর্কিত আক্রমণ চালানোর জন্য পাঁচটি গাড়িতে করে তারা এসেছিল।

নিজারের সামরিক বাহিনীর আরও সেনারা সেখানে পৌছনোর পর হামলাকারীরা পালিয়ে যায়।

ওই এলাকা মালির সঙ্গে সীমান্তের কাছে অবস্থিত। আক্রমণকারীরা মালি থেকে এসেছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে জিহাদীরা ওই এলাকায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের দুইজন গুরুত্বপূর্ন সেনেটর রিপাবলিকান Lindsey Graham and সেনেটে রিপাবলিকান দলের নেতা Charles Schumer রবিবার হোয়াইট হাউসকে নিজারে সামরিক সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

XS
SM
MD
LG