সন্দেহভাজন ইসলামপন্থী উগ্রবাদীরা সোমবার নাইজেরিয়ার উত্তরপুর্বাঞ্চলের দুটি রাজ্যের রাজধানীতে হামলা চালায়। তাদের হামলার লক্ষ্যস্থল ছিল জনাকীর্ণ একটি বাজার এবং একটি পুলিশ স্থাপনা।
বর্নো রাজ্যে মাইদিগুরিতে প্রত্যক্ষদর্শীরা বলেন জনাকীর্ণ বাজারে প্রচন্ড দুটি বিস্ফোরণ ঘটে। এক সপ্তাহ আগে সেই একই বাজারে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী বিপুল সংখ্যক মানুষকে হত্যা করে।
ফরাসী সংবাদ সংস্থা AFPর রিপোর্টে বলা হয় সোমবারের বিস্ফোরণে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়। আত্মঘাতী বোমা হামলাকারী দুজন মহিলা ছিল বলে বলা হয়।
তার আগে ইওবো রাজ্যের রাজধানী ডামাটুরুর বাসিন্দারা বলেন সন্দেহভাজন বোকো হারাম চরমপন্থীরা শহরের পুলিশ স্থাপনায় হামলা চালায়।