নাইজেরিয়ার উত্তেজনাপূর্ণ বর্নো রাজ্যে সন্দেহভাজন বোকো হারাম যোদ্ধারা, রবিবার সেনা বাহিনীর প্রধানের, মোটোর যান বহরের উপর যে হামলা চালায়, তাতে সেনা বাহিনী প্রধান প্রাণে বেচেছেন।
সেনা বাহিনী থেকে বলা হয়েছে Mafa ও Dikwa শহরের মাঝখানে একটি গ্রামে Lieutenant General Tukur Burataiএর এক কনভয়ের উপর বন্দুকধারীরা অতর্কিত হামলা চালায়।
সেনা বাহিনীর বিবৃতিতে বলা হযেছে সেনারা পাল্টা গুলি চালায় এবং ১০জন আক্রমণকারী তাতে নিহত হয়। সেনারা ৫জনকে আটক করে। সেনা বাহিনী থেকে আরও বলা হয বন্দুক লড়াইয়ে এক জন সৈনিক ণিহত হয় আহত হয় অন্যান্য ৫জন।