অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারাম অপহৃত দুইশোর বেশি স্কুলছাত্রীকে মুক্তি দিতে রাজী হয়েছে


নাইজেরিয়া সরকার এবং ইসলামী জঙ্গী গোষ্ঠী বোকো হারাম একটি অস্ত্রবিরতি চুক্তি করেছে। ঐ জঙ্গী গোষ্ঠী অপহৃত দুইশোর বেশি সংখ্যক স্কুলছাত্রীকে মুক্তি দিতে রাজী হয়েছে। গত এপ্রিল মাসে তাদের অপহরণ করা হয়। ইসলামী জংগী গোষ্ঠী বোকো হারাম এবং নাইজেরিয়ার সরকার অস্ত্র বিরতিতে রাজী হয়েছে। নাইজেরিয়ার প্রতিরক্ষা বিভাগের প্রধান একটি নির্দেশনামা ইস্যু করেন। সেখানে সব বিভাগের প্রধান নাইজেরিয়া এবং বোকো হারামের মধ্যেকার চুক্তি মেনে চলার নির্দেশ দিয়েছেন। ঐ চুক্তির আওতায় অস্ত্রবিরতিতে সব ধরণের সামরিক তৎপরতা বন্ধ করার কথাও অন্তর্ভুক্ত করা হয়েছে। দানলাদী আহমাদু, যিনি নিজেকে বোকো হারাম দলের মহাসচিব বলে দাবী করেন, তিনি ভয়েস অব আমেরিকার কাছে টেলিফোনে এই তথ্য জানানোর পরেই এই রিপোর্টি প্রকাশ করা হয়েছে। এর আগে আহমাদু এবং নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথনের এক উপদেষ্টা ভয়েস অব আমেরিকার হাউসা বিভাগকে জানান যে চাদ এবং ক্যামেরুনের সহায়তায় সৌদী আরবে আলোচনা হয়েছে। ইসলামি জঙ্গী গোষ্ঠী বোকো হারাম ছ’মাস আগে যে দুইশোর বেশি মেয়েকে অপহরণ করে নিয়ে যায়, তাদের মুক্তি এবং অস্ত্র বিরতি নিয়ে তাদের আলোচনা চলছে। বোকো হারাম দলের দানলাদী আহমাদু সৌদী আরব থেকে জানিয়েছেন যে অপহৃত মেয়েরা ভাল এবং অক্ষত অবস্থায় আছে। নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের প্রত্যন্ত একটি গ্রাম চিবকে এপ্রিল মাসের ১৪ তারিখ কয়েক ডজন বোকো হারাম জঙ্গী একটি মাধ্যমিক বিদ্যালয়ে অতর্কিতে হামলা চালিয়ে প্রায় ২৭০ জন মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। তবে এদের মধ্যে ৫৭ জন পালাতে সক্ষম হয়েছিল।

XS
SM
MD
LG