অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজেরিয়ায় ২০১৪ সালে অপহৃত ২১৯ ছাত্রীর মাঝে দ্বিতীয় আরেক কিশোরী উদ্ধার


নাইজেরিয়ার সেনা বাহিনী জানিয়েছে, দু’বছর আগে বকো হারাম জংগি গোষ্ঠী একটি স্কুলে হামলা চালিয়ে যে স্কুল বালিকাদের অপহরণ করে নিয়ে যায় তাদের মধ্যে দ্বিতীয় আরেক বালিকাকে তারা উদ্ধার করেছে। সেনা বাহিনীর মুখপাত্র কর্নেল সানি উস্মান এক ইমেইল বিবৃতিতে বলেন, সেরাহ লুককে আদামাওয়া প্রদেশের মাইদাগুরি থেকে।

সামরিক বাহিনী ঐ বালিকার একটিছবি প্রকাশ করেছে, ঐ ছবিতে তাকেনীল রঙের হিজাব এবং বোরকায় আচ্ছাদিত অবস্থায় দেখা যায়। বকো হারাম অপহৃত নারীদের যে ভিডিও প্রকাশ করেছিল সেখানে বালিকারা একই ধরণের হিজাব এবং বোরকা পরহিত ছিল।

২০১৪ সালে অপহত দুই’শো ১৯জন ছাত্রীর মাঝে দ্বিতীয় কোন বালিকাকে উদ্ধার করা হল।
তবে মঙ্গলবার বোর্ণ প্রদেশের সামবিয়া বনাঞ্চল থেকে ১৯ বছর বয়সী আমিনা আলীকে তার ৪মাসের বাচ্চাসহ প্রথম উদ্ধার করা হয়েছে।

XS
SM
MD
LG