অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের শিক্ষালয়ে চালানো জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯


নাইজিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গিরা একটি শিক্ষালয়ে যে হামলা চালিয়েছিলো সেই তাতে মৃতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৯।ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা বলছেন-কেন্দ্রীয় সরকার পরিচালিত ঐ বুনি ইয়াদি কলেজে পরিচালিত হামলায় নিহত আরো অনেকের মৃতদেহের এখন সন্ধান মিলেছে। ইয়োবে প্রদেশের গভর্নর ইব্রাহিম গাইদাম বিধ্বস্ত ঐ শিক্ষালয়টি পরিদর্শন করেছেন এবং কিশোর বয়সি ঐ শিক্ষার্থীদেরকে রক্ষা করতে অপারগ হওয়ায় তিনি সামরিক বাহিনীর নিন্দা করেছেন।ঐ হামলার অল্প কিছু আগেই,মুষ্টিমেয় যে ক’জন সৈন্যকে ঐ শিক্ষালয়ের সূরক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছিলো সেই তাদেরকে দৃশ্যত: কোনো কারণ ব্যতিরেকেই প্রত্যাহার করা হয়।হামলার দায়দায়িত্ব কেউ দাবী করেনি- তবে,এর জন্যে কট্রর ইসলামপন্থী বোকো হারাম গোষ্ঠীকেই দায়ি করছেন স্থানীয় কর্মকর্তারা।
XS
SM
MD
LG