যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল দুই দিনের ঢাকা সফরকালে বেসরকারী টেলিভিশন চ্যানেল ২৪-কে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বাংলাদেশে স্থানীয়ভাবে গড়ে উঠা জঙ্গীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে। তিনি ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের পাশে দাড়ানোর কথা উল্লেখ করেন ওই সাক্ষাতকারে।
নিশা দেশাই বলেন, আমরা বিশ্বাস করি স্থানীয়ভাবে গড়ে উঠা জঙ্গীদের সাথে আন্তর্জাতিক নেটওয়ার্কের যোগাযোগ রয়েছে। আসলে কিভাবে এসব যোগাযোগ ঘটছে তা জানতে আমরা বদ্ধপরিকর। নিশা দেশাই আরও বলেন, গুলশানের হামলাসহ পৃথিবীর বিভিন্ন স্থানে হামলা পর্যবেক্ষণে অবাক হতে হয়, কিভাবে ধর্নাঢ্য সমাজের শিক্ষিত তরুণরা মিথ্যা এবং ভুল প্রলোভনে অনুপ্রাণিত হচ্ছে। আমরা বোঝার চেষ্টা করছি কেন এমনটা হচ্ছে। কারণ এমন ভ্রান্ত ধারণা নিয়ে বেড়ে ওঠারা মুসলমানদের প্রতিনিধিত্ব করেন না, বললেন নিশা দেশাই।
বাংলাদেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে উদ্বেগ না হওয়ার পরামর্শ দিয়েছেন নিশা দেশাই বিসওয়াল।...ঢাকা থেকে আমীর খসরু