যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই বিসওয়াল দুই দিনের ঢাকা সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার মধ্যাহ্নে এক টুইটার বার্তায় তার বাংলাদেশ সফরকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। তিনি টুইটার বার্তায় বলেন, সন্ত্রাসী হামলা প্রতিহত করা এবং এসব ঘটনা তদন্তে বাংলাদেশের আইন শৃংখলা ও নিরাপত্তা বাহিনীকে সুনির্দিষ্টভাবে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সে বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা হয়েছে। সকালে নিশা দেশাই ঢাকায় কয়েকজন সম্পাদকের সাথে প্রাতঃরাশ বৈঠক করেন।
এদিকে, গুলশান ও শোলাকিয়ায় হামলার ঘটনার পরে বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেনন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি জেলার পাড়া-মহল্লায় জঙ্গীবাদ বিরোধী কমিটি গঠনের জন্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।