অ্যাকসেসিবিলিটি লিংক

নিজামীর মৃত্যুদন্ডাদেশের রায় রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ


১৯৭১-এর যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে করা মৃত্যুদন্ডাদেশের রায় পুনঃবিবেচনা বা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। ফলে তার মৃত্যুদন্ডাদেশ বহাল রয়েছে। এ্যার্টনি জেনারেল জানিয়েছেন, রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলেই মৃত্যুদন্ড কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। তবে জনাব নিজামী প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন।
রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করলেও আসামী পক্ষের আইনজীবী অসন্তোষ প্রকাশ করেছেন। জনাব নিজামী প্রাণভিক্ষার আবেদন করবেন কিনা তা তার উপরই নির্ভর করছে বলে জানিয়েছেন তার আইনজীবী।
আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে। গণজাগরণ মঞ্চ শাহবাগে আনন্দ মিছিল করেছে।
এদিকে, জামায়াত রায়ের প্রতিবাদে রোববার সকাল থেকে ২৪ ঘন্টার দেশব্যাপী হরতাল আহবান করেছে। উল্লেখ্য, এর আগে জামায়াতের তিনজনসহ মোট ৪ জনের ফাঁসির দন্ড কার্যকর করা হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG