অ্যাকসেসিবিলিটি লিংক

মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন


১৯৭১-এ যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, জনাব নিজামী প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন না। ঢাকা কেন্দ্রীয় কারাগার-যেখানে ফাঁসি দেয়া হবে-তার আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকস্তরের নিরাপত্তাবেষ্টনি তৈরি করা হয়েছে। কারাগারের আশেপাশে সব রাস্তা যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। কারাগারের ভেতরের সব প্রস্তুতিও সম্পন্ন; জল্লাদও তৈরি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত ৮টার পরে মওলানা নিজামীর আত্মীয়স্বজন তার সাথে সাক্ষাত করেছেন।

এদিকে, ঢাকাসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে জনাব নিজামীর জন্মস্থান পাবনা জেলার সাথিয়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নাশকতার আশংকায় পাবনায় ১৬ জনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, এর আগে তিনজন জামায়াত ও একজন বিএনপির ঊর্ধ্বতন নেতার ফাঁসির দন্ড কার্যকর হয়েছে- যুদ্ধাপরাধের দায়ে।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:00:48 0:00

XS
SM
MD
LG