অ্যাকসেসিবিলিটি লিংক

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সুপ্রিম কোর্টে আবেদন


Bangladesh Supreme Court
Bangladesh Supreme Court

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।

তাঁর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন মঙ্গলবার জানিয়েছেন ৭০ পৃষ্ঠার পুনর্বিবেচনার আবেদন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে । ওই আবেদনে মোট ৪৬টি যুক্তি তুলে ধরে সব দণ্ড থেকে নিজামীর খালাস চাওয়া হয়েছে বলে জানান তিনি।

সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায় প্রকাশের মধ্য দিয়ে এ মামলার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে আগেই। সাংবিধানিক অধিকার হিসেবে আদালতের কাছে আসামির আর্জি জানানোর শেষ সুযোগ হলো এই পুনর্বিবেচনার আবেদনটি ।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনা জেলায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী ও গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করে একটিবিশেষ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG