অ্যাকসেসিবিলিটি লিংক

নিজামীর রিভিউ আবেদন খারিজ করে দেয়ায় পাকিস্তান সরকার গভীর উদ্বেগ জানিয়েছে


জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে করা মৃত্যুদন্ডাদেশের ব্যাপারে রিভিউ আবেদন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দেয়ায় পাকিস্তান সরকার গভীর উদ্বেগ জানিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দফতর যুদ্ধাপরাধের বিচারকে বিতর্কিত আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলেছে, এই সিদ্ধান্তে তাদের দেশ উদ্বিগ্ন ও বেদনাহত। বিবৃতিতে বলা হয়, ১৯৭১ সাল সম্পৃক্ত প্রেক্ষাপটে সংঘটিত ঘটনাবলী সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া জানানো হচ্ছে, পাকিস্তানও তা পযবেক্ষণ করছে। বিবৃতিতে বলা হয়, ১৯৭১-এর বিষয়টিকে ১৯৭৪-এর ত্রিপক্ষীয় চুক্তি-যাতে অতীত নয় ভবিষ্যৎমুখীনতার কথা বলা হয়েছিল-তার আলোকে দেখার জন্য বাংলাদেশের প্রতি পাকিস্তান আহবান জানিয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা এবং পরবর্তীকালে বিএনপি’র সালাহউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের আলী আহসান মুজাহিদের মৃত্যুদন্ডাদেশের সময়কালে পাকিস্তানের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করায় বাংলাদেশ পাকিস্তানের তীব্র সমালোচনা করেছিল এবং ঢাকায় ওই দেশের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছিল।...ঢাকা থেকে আমীর খসরু

সরাসরি লিংক

XS
SM
MD
LG