এপ্রিল মাসে নাইজেরিয়ার যে চিবক গ্রাম থেকে বোকো হারাম কতৃক ২০০ স্কূল ছাত্রী অপহৃত হয়েছিল সেই একই স্থান থেকে ২০ জন নারীকে অপহরণ করা হয়েছে এমন রিপোর্টের বিরোধীতা করছেন উত্তরপূর্ব নাইজেরিয়ার কর্মকর্তারা।
ভয়েস অব আমেরিকার হাউসা সার্ভিসের সঙ্গে সাক্ষাৎকারে বর্নো ষ্টেট পুলিশ কমিশনার লাওয়াল তাংকো বলেন স্থানীয় পুলিশ ঐ অপহরণের খবরের ব্যপারে জ্ঞাত নন। চীবক স্থানীয় সরকারের চেয়ারম্যান বেন লওয়ান বলেছেন তিনিও ঐ খবর সম্পর্কে অজ্ঞাত।
এ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ দিয়েছে বোকো হরাম ঐ চিবক গ্রামের পাশের গারকিন ফুলানী থেকে এক সপ্তাহ আগে ২০ জন নারীকে অপহরণ করে।
ভয়েস অব আমেরিকার হাউসা সার্ভিসের সঙ্গে সাক্ষাৎকারে বর্নো ষ্টেট পুলিশ কমিশনার লাওয়াল তাংকো বলেন স্থানীয় পুলিশ ঐ অপহরণের খবরের ব্যপারে জ্ঞাত নন। চীবক স্থানীয় সরকারের চেয়ারম্যান বেন লওয়ান বলেছেন তিনিও ঐ খবর সম্পর্কে অজ্ঞাত।
এ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ দিয়েছে বোকো হরাম ঐ চিবক গ্রামের পাশের গারকিন ফুলানী থেকে এক সপ্তাহ আগে ২০ জন নারীকে অপহরণ করে।