অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিষয়ে প্রয়োগযোগ্য সব বিকল্পই প্রস্তুত রয়েছে: প্রেসিডেন্ট ট্রাম্প


প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার উত্তর কোরিয়ার তরফে আরেক প্রস্থের ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের প্রতিক্রিয়ায় বলেছেন, "বিকল্প পন্থা হিসেবে প্রয়োগযোগ্য সকল বন্দোবস্তই চোখের সামনে প্রস্তুত রয়েছে আমাদের"।

ট্রাম্প হোয়াইট হাউস থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, "উত্তর কোরিয়ার এহেন তৎপরতায় তার প্রতিবেশিদের প্রতি, জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতি তার অবমাননাকর আচরণ আন্তর্জাতিক আচরণ বিধির নিকৃষ্টতম মান পরিলক্ষিত হয়েছে। হুমকির এ তৎপরতা অস্থিতিশীল করার এ উদ্যোগ উত্তর কোরিয়াকে ঐ অঞ্চলে সকল দেশের মাঝে আরো বেশি করে বিচ্ছিন্ন করে তুলছে। বিকল্প সবই সামনে প্রস্তুত রয়েছে আমাদের" বলা হয় ঐ বিবৃতিতে।

উত্তর কোরিয়ার ঐ ক্ষেপনাস্ত্র মঙ্গলবার ভোরে জাপানের মাথার ওপর দিয়ে উড়ে যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প টেলিফোনে কথা বলেন, জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে সঙ্গে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো বেশি চাপ প্রয়োগ বিষয়ে দু’জনই তাঁরা পরস্পর দায়বদ্ধতা প্র্রকাশ করেন।

XS
SM
MD
LG