অ্যাকসেসিবিলিটি লিংক

নিউইয়র্কে এই সপ্তাহেই উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, নিউইয়র্কে এই সপ্তাহে উত্তর কোরিয়ার দ্বিতীয় শীর্ষ নেতা কিম ইয়ং চোলের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরন বিষয়ে তিনি আলোচনা করবেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে গত জুন মাসে সিঙ্গাপুর শীর্ষ সম্মেলনের পর থেকে পিয়ংইয়ং এর পরমাণু নিরস্ত্রীকরন কার্যক্রমের অগ্রগতি হ্রাস পেয়েছে। সে সময় দুই নেতারা কোরিয়ান উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরনের লক্ষ্যে সাধারণ বিবৃতিতে স্বাক্ষর করেছিলেন।

কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মনে করেন, আগামী সপ্তাহে হতে যাওয়া আলোচনা উত্তর কোরিয়া তার পারমানবিক অস্ত্র কর্মসূচী কখন এবং কিভাবে সমাপ্ত করবে, তা সুনির্দিষ্ট করার জন্য "একটি ভাল সুযোগ"।

XS
SM
MD
LG