অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আজ বলেছেন যে, তিনি উত্তর কোরিয়ার পারমানবিক হুমকির জবাবে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছেন। পিয়ংইয়ং সরকারের সঙ্গে দ্বন্দ্বে কৌশল নির্নয়ের জন্য তিনি আজ দক্ষিণ কোরিয়া এবং জাপানের নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

প্রথমে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইন এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে’র সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেছেন এবং পরে তাদের সঙ্গে একত্রে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মধ্যাহ্ন ভোজ বৈঠকে মিলিত হন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে উপর্যুপরি পরমাণু অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখার ব্যর্থ প্রচেষ্টা নিয়েই তারা কথা বলবেন।

ট্রাম্প যে নতুন করে নিষেধাজ্ঞা জারির কথা বলছেন সে ব্যাপারে এখনও তাৎক্ষণিক ভাবে পরিস্কার হয়নি যে সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আরোপিত নিষেধাজ্ঞা থেকে তা কতখানি অন্যরকম হবে। নিরাপত্তা পরিষদের ঐ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়ার রপ্তানি এবং জ্বালানি শক্তিকে লক্ষ্য করে আরোপ করা হয়।

XS
SM
MD
LG