অ্যাকসেসিবিলিটি লিংক

ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দল, তাদের নেত্রী সু চি, প্র্রেসিডেন্ট ও অন্যান্যদের মুক্তির আবেদন জানিয়েছে 


সামরিক বাহিনী ক্ষমতা দখলের একদিন পর, মঙ্গলবার, ফেইসবুক মারফত মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দল, তাদের নেত্রী অন সান সু চি, প্রেসিডেন্ট, উইন মায়িন্ট এবং অন্যান্য নেতাদের মুক্তির আবেদন জানিয়েছে I

মঙ্গলবার রাজধানীর পথঘাট ছিল নীরব, ফোন ও ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয় এবং ব্যাংকগুলি যথারীতি খুলে দেয়া হয় I তবে জনগণের মাঝে আসছে দিনগুলিতে পরিস্থিতি কি দাঁড়ায়, তাই নিয়ে একটা অস্থিরতা পরিলক্ষিত হয়েছে I সামরিক বাহিনী ক্ষমতা দখলের ব্যাপারে ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে I বহু সরকার, সামরিক বাহিনীর প্রতি গণতন্ত্রের ধারাকে শ্রদ্ধা জানাতে এবং আটককৃতদের মুক্তির আবেদন জানান I

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর নিষেধাজ্ঞার পর্যালোচনা ও সঠিক পদক্ষেপ নেবে I তিনি বলেন, গণতন্ত্র যেখানে হুমকির মুখে, যুক্ররাষ্ট্র সেখানে সোচ্চার হবে I

ওদিকে মিয়ানমারের গুরুত্বপূর্ণ অংশীদার, চীন সকারের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়, আমরা আশা করবো, সংবিধান ও আইনি ব্যবস্থার মাধ্যমে মিয়ানমারের বিভিন্ন দলগুলি তাদের ভেদাভেদ মেটাতে সক্ষম হবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকবে I

XS
SM
MD
LG