অ্যাকসেসিবিলিটি লিংক

দলের নতুন নীতি অনুসারে ৮০ বছরের ঊর্ধ্বে কাউকে এ বার টিকিট দেওয়া হয়নি-মমতা


আজ শুক্রবার তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দলের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন, তাতে বেশ কিছু চমক আছে। ২৯৪টি আসনের জন্য ২৯১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন তিনি। বলেছেন, দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পং, পাহাড়ের এই তিনটি কেন্দ্রে বন্ধুদলের প্রার্থীরা লড়বেন। তৃণমূল তাঁদের পাশে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি এ বার ৫০ জন মহিলা প্রার্থী, ৪২ জন মুসলমান প্রার্থী, ৭৯ জন তপশিলি জাতি ও ১৭ জন তপশিলি উপজাতি প্রার্থী দিয়েছেন। দলের নতুন নীতি অনুসারে ৮০ বছরের ঊর্ধ্বে কাউকে এ বার টিকিট দেওয়া হয়নি। খেলোয়াড় লক্ষ্মীরতন শুক্লা দল ছেড়ে দেওয়ায় জায়গা পেয়েছেন মনোজ তিওয়ারি।

সরাসরি লিংক


অপেক্ষাকৃত নবীনদের মধ্যে সবচেয়ে বেশি নজরে পড়ছেন টালিগঞ্জের একগুচ্ছ অভিনেতা অভিনেত্রী গায়ক পরিচালক। এমনকি এঁদের মধ্যে যাঁরা সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁরাও টিকিট পেয়েছেন। যেমন সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা ব্যানার্জি, অদিতি মুন্সী, কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী, প্রমুখ। এঁদের বিধায়ক হওয়ার সুযোগ দিয়ে পোড়-খাওয়া রাজনীতিকদের অনেককেই মমতা যে বাদ দিয়েছেন, তার পেছনে ধরে নেওয়া হচ্ছে দলের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা রয়েছে। তবে তা করতে গিয়ে প্রচুর পুরনো নেতাকর্মীর ক্ষোভের মুখে পড়তে হবে তাঁকে।

XS
SM
MD
LG