অ্যাকসেসিবিলিটি লিংক

টিলারসান বলেছেন উত্তর কোরিয়া সংলাপের জন্য প্রস্তুত হলে, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করতে হবে


U.S. Secretary of State Rex Tillerson
U.S. Secretary of State Rex Tillerson

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসান সোমবার বলেছেন উত্তর কোরিয়া সবচাইতে যে ভাল ইঙ্গিত দিতে পারে যে তারা সংলাপের জন্য প্রস্তুত—তা হচ্ছে, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করা।

ম্যানিলাতে তিনি ওই মন্তব্য করেন। সেখানে দক্ষিণপূর্ব এশিয়া রাষ্ট্র সংস্থা আসিয়ানের আঞ্চলিক ফোরামে পররাষ্ট্রমন্ত্রী টিলারসান অংশ নিচ্ছেন।

টিলারসান বলেছেন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য, শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্ব সম্মতিক্রমে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে নতুন নিষধাজ্ঞা আরোপ করেছে, সেটা এই ইঙ্গিতই দিচ্ছে যে গোটা আন্তর্জাতিক সমাজ মনে করে উত্তর কোরিয়ার পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন আশা করা হচ্ছে কোরীয় উপদ্বীপকে পরমানুমুক্ত এলাকা করা হবে।

XS
SM
MD
LG